Importance of Being Earnest Bangla Summary
Importance of Being Earnest by Oscar Wilde Bangla Summary At a Glance: Oscar Wilde রচিত The Importance of Being Earnest …
অস্কার ফিঙ্গাল ও’ফ্লাহার্টি উইলস ওয়াইল্ড {Oscar Fingal O'Fflahertie Wills Wilde} (১৬ অক্টোবর ১৮৫৪ – ৩০ নভেম্বর ১৯০০) ছিলেন একজন আইরিশ লেখক, কবি ও নাট্যকার। ১৮৮০-এর দশকে বিভিন্ন সাহিত্যের শৈলীতে লিখে তিনি ১৮৯০-এর দশকের শুরুতে লন্ডনের সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী নাট্যকার হয়ে ওঠেন। অনেকের মতে, তিনি ভিক্টোরিয়ান যুগের সর্বশ্রেষ্ঠ নাট্যকার। ওয়াইল্ডকে সবচেয়ে বেশি মনে রাখা হয় তাঁর গথিক দার্শনিক উপন্যাস The Picture of Dorian Gray (১৮৯০), বুদ্ধিদীপ্ত উক্তি, নাটক, শিশুদের জন্য লেখা গল্প এবং সমকামিতার কারণে ১৮৯৫ সালে “gross indecency” অভিযোগে সাজাপ্রাপ্ত হওয়ার জন্য।
ওয়াইল্ডের বাবা-মা ডাবলিনের অ্যাংলো-আইরিশ বুদ্ধিজীবী ছিলেন। তরুণ বয়সে তিনি ফরাসি ও জার্মান ভাষায় দক্ষতা অর্জন করেন। বিশ্ববিদ্যালয়ে (ট্রিনিটি কলেজ ডাবলিন ও ম্যাগডালেন কলেজ, অক্সফোর্ড) তিনি শাস্ত্রীয় সাহিত্য ও দার্শনিক চর্চায় অসাধারণ প্রতিভা দেখান। এখানে তিনি নান্দনিকতাবাদ (Aestheticism) আন্দোলনের সাথে যুক্ত হন, যা ওয়াল্টার প্যাটার ও জন রাস্কিনের দ্বারা প্রভাবিত ছিল। বিশ্ববিদ্যালয় শেষে তিনি লন্ডনে আসেন এবং অভিজাত সাংস্কৃতিক ও সামাজিক বৃত্তে প্রবেশ করেন।
তিনি নানা সাহিত্যচর্চা শুরু করেন: নাটক লেখেন, কবিতার বই প্রকাশ করেন, আমেরিকা ও কানাডায় “The English Renaissance” বিষয়ক বক্তৃতা দেন এবং পরে লন্ডনে ফিরে মার্কিন সফরের অভিজ্ঞতা নিয়ে বক্তৃতা ও বিভিন্ন পত্রিকায় সমালোচনা লিখতে থাকেন। তাঁর রসিকতা, চমকপ্রদ পোশাক ও বুদ্ধিদীপ্ত কথোপকথনের জন্য তিনি অল্প সময়ে সবার নজর কাড়েন। ১৮৯০-এর দশকের শুরুতে তিনি শিল্পের সর্বোচ্চ স্থান নিয়ে প্রবন্ধ ও সংলাপে মত প্রকাশ করেন এবং বিলাসিতা, প্রতারণা ও সৌন্দর্যের থিমকে একত্রিত করে লেখেন তাঁর একমাত্র উপন্যাস The Picture of Dorian Gray।
প্যারিসে অবস্থানকালে তিনি ফরাসি ভাষায় Salome (১৮৯১) নাটকটি লেখেন, তবে ইংল্যান্ডে বাইবেলের চরিত্র মঞ্চস্থ করার ওপর কঠোর নিষেধাজ্ঞার কারণে এটি মঞ্চায়নের অনুমতি পায়নি। তবুও নিরাশ না হয়ে তিনি ১৮৯০-এর দশকের শুরুতে চারটি সমাজভিত্তিক হাস্যরসাত্মক নাটক লেখেন, যা তাঁকে লন্ডনের শেষ ভিক্টোরিয়ান যুগের সবচেয়ে সফল নাট্যকারে পরিণত করে।
যখন তাঁর নাটক An Ideal Husband (১৮৯৫) ও The Importance of Being Earnest (১৮৯৫) লন্ডনে সাফল্যের সঙ্গে চলছিল, তখন ওয়াইল্ড জন শল্টো ডগলাস, ৯ম মারকুইস অব কুইনসবেরির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। ডগলাস ছিলেন ওয়াইল্ডের প্রেমিক লর্ড আলফ্রেড ডগলাসের পিতা। মামলার শুনানিতে এমন প্রমাণ বেরিয়ে আসে, যা উল্টো ওয়াইল্ডের বিরুদ্ধে যায় এবং তাঁর সমকামিতার কারণে তাঁরই বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়। প্রথম বিচারে জুরি সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হয়, দ্বিতীয় বিচারে ওয়াইল্ড দুই বছরের কারাদণ্ড ও কঠোর শ্রমের শাস্তি পান।
কারাগারে শেষ বছরে তিনি De Profundis নামক দীর্ঘ পত্র লেখেন, যেখানে তাঁর বিচার ও কারাজীবনের অভিজ্ঞতা ও আত্মোপলব্ধি স্থান পায়। এটি পরে সংক্ষিপ্ত আকারে ১৯০৫ সালে প্রকাশিত হয়। কারাগার থেকে মুক্তির দিনই তিনি ফ্রান্সে চলে যান এবং আর কখনো ব্রিটেন বা আয়ারল্যান্ডে ফিরে আসেননি। ফ্রান্স ও ইতালিতে তাঁর শেষ রচনা The Ballad of Reading Gaol (১৮৯৮) লিখেছিলেন, যেখানে কারাজীবনের কঠিন বাস্তবতা ফুটে ওঠে।
Importance of Being Earnest by Oscar Wilde Bangla Summary At a Glance: Oscar Wilde রচিত The Importance of Being Earnest …